১৪ অক্টোবর, ২০১৭ ১৭:০৯

গোল্ড মেডেল পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহি আলম

অনলাইন ডেস্ক

গোল্ড মেডেল পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহি আলম

প্রাণিসম্পদ বিষয়ে শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালের গোল্ড মেডেল পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম শাহি আলম।

রবিরার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে জাতীয় এমিরিটাস ড. কাজী এম. বদরুদ্দোজার সভাপতিত্বে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (ইঅঅএ) কর্তৃক তাকে এই মেডেল প্রদান করা হয়। পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. এম. এ. রাজ্জাক ভালো বীজ উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সাবেক উপাচার্য ও এমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল। এসময় বিভিন্ন কৃষি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর