রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

মিসরে খসড়া সংবিধানের ওপর গণভোট শুরু

মিসরে একটি খসড়া সংবিধানের ওপর গতকাল গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংবিধান নিয়ে দেশটির জনগণ দুই পক্ষে বিভক্ত হয়ে সহিংসতায় লিপ্ত রয়েছে। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী দলগুলো নতুন সংবিধানের ঘোর বিরোধী। তারা গণবিক্ষোভের মাধ্যমে সংবিধানটিকে বাতিল করতে চায়। গণভোটের রায় খসড়া সংবিধানের পক্ষে গেলে বর্তমান সংবিধান বাতিল হয়ে নতুন সংবিধান চালু হবে। গতকাল স্থানীয় সময় সকাল ৮টায় কায়রো, আলেকজান্দ্রিয়া ও আরও আটটি প্রদেশে এ ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৭টায় প্রথম দফার এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। ২২ ডিসেম্বর দেশের অবশিষ্ট এলাকায় দ্বিতীয় দফা গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের মধ্যেই গতকাল মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় সংবিধানের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে গণভোট প্রক্রিয়া নিয়ে বিচারকদের মধ্যে বিরোধ দেখা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, গণভোটের ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে মুরসি পুলিশকে সহায়তার জন্য সেনাসদস্যদের নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় এক লাখ ৩০ হাজার পুলিশ ও এক লাখ ২০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রধান বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট মিসরীয়দের প্রতি এই সনদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়েছে। এএফপি।

সর্বশেষ খবর