রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

স্বামীর আগুনে স্ত্রী-সন্তান দগ্ধ

যৌতুক দিতে না পারায় গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী। আগুনে পুড়েছে তার পাঁচ বছর বয়সী ছেলেও। মা ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম মোস্তফা বলেন, ছেলেটি আশঙ্কামুক্ত থাকলেও মা বকুলির অবস্থা শঙ্কামুক্ত নয়। এ ঘটনা ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলায়। বকুলির বাবা বাদী হয়ে জামাইসহ চারজনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা করেছেন। এদিকে ঘটনার পর স্বামী মোশাররফ পুলিশের কাছে ধরা দিয়েছে। মিঠাপুকুর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, উপজেলার তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের গোলাম রব্বানীর মেয়ে বকুলি বেগমের (২২) সঙ্গে আট বছর আগে বিয়ে হয় জালালগঞ্জ গ্রামের মফিজুলের ছেলে মোশাররফ মিয়ার। বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিল মোশাররফ। বকুলির দরিদ্র বাবার পক্ষে টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এ জন্য প্রায়ই শারীরিক নির্যাতন সহ্য করতে হয় বকুলিকে।

সর্বশেষ খবর