রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

সরকার পরিকল্পিতভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : মোশাররফ

সরকারই দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের গুণ্ডাবাহিনীকে রাস্তায় নামিয়ে পরিকল্পিতভাবে সংঘাতময় গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করার পাঁয়তারা করছে। এতে কোনো লাভ হবে না। তাদের এই দিবাস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। বিএনপি বেঁচে থাকতে তা হতে দেবে না। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই মানববন্ধন হয়। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, ড্যাবের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া এমপি, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ডা. মোস্তাক রহিম স্বপন, রফিকুল ইসলাম লাবু, আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। খন্দকার মোশাররফ বলেন, সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। সরকার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম ক্ষমতাসীনদের গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যর সঙ্গে লড়ছেন। সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা জনশূন্য হয়ে এখন দমননীতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে।

সর্বশেষ খবর