রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা
সংস্কৃতি

উৎসবমুখর পরিবেশে জাগরণের গান-৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে জাগরণের গান-৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দিনব্যাপী সুরের অনুষ্ঠানের মধ্য দিয়ে রমনার বটমূলে 'জাগরণের গান-৪' এর আত্দপ্রকাশ ঘটেছে। শীতের কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে গতকাল সকালে রমনার বটমূলে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানী। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন বাংলালিংকের মার্কেটিং কর্মকর্তা শিহাব আহমাদ, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. আবদুল খালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)-এর বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার, শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধ গবেষক ড. মুনতাসীর মামুন, সংগীতশিল্পী মিতা হক, খায়রুল আলম শাকিল এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলালিংকের হেড অব পি আর অ্যান্ড কমিউনিকেশন মার্কেটিং শরফুদ্দিন আহমদ চৌধুরী, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক তৌহিদ খান ও শিক্ষাবিদ অধ্যাপক মেজবাহ কামাল। বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে '৭১-এর মুক্তিযুদ্ধকালীন বিপ্লবী গানগুলোর সংকলন থেকে এবারের অ্যালবামটি সাজানো হয়েছে।

সর্বশেষ খবর