রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হচ্ছে না

২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হচ্ছে না
আগামী ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হচ্ছে না। এদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিবৃতিতে সবাইকে আশ্বস্ত করেছে। নাসার ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের খ্যাতনামা বিজ্ঞানীরা ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো কোনো হুমকি দেখতে পাননি। পৃথিবী ধ্বংশের বির্তকের সৃষ্টি হয় মূলত দুটি জিনিস থেকে। তাহলো নিবিরু নামের একটি গ্রহ পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং এর আঘাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে দীর্ঘদিন ধরেই একটি গুজব রয়েছে। আরেকটি হলো মায়া সভ্যতার পঞ্জিকা যেখানে ২১ ডিসেম্বর ২০১২ সালের পর আর কোনো তারিখ নেই। ফলে ধারণা করা হয় ২১ ডিসেম্বরেই পৃথিবী ধ্বংশ হয়ে যাবে। নিবিরু নামের একটি গ্রহের বিষয়টি প্রাচীন সুমেরিয়ান সভ্যতার সময় আবিষ্কৃত হয়। প্রথমে ২০০৩ সালের মে মাসে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার গুজব ছডিয়েছিল। ওই সময় যখন কিছুই হলো না, তখন নতুন করে পৃথিবী ধ্বংসের তারিখ ছড়িয়ে পড়ে। সেটি হলো চলতি বছরের ২১ ডিসেম্বর। বিজ্ঞানীরা বলছে চলতি বছরই যদি নিবিরুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে এখন খালি চোখেই গ্রহটিকে দেখা যেত।

সর্বশেষ খবর