রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

আইভরি কোস্টে বাংলাদেশের ১৬৯০ জন শান্তিরক্ষীর জাতিসংঘ মেডেল লাভ

আইভরি কোস্টে বাংলাদেশের এক হাজার ৬৯০ জন শান্তিরক্ষী জাতিসংঘের মেডেল লাভ করেছেন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি আলবার্ট কোয়েনডারস এ মেডেল প্রদান করেন। অনুষ্ঠানে কোয়েনডারস বাংলাদেশি শান্তিরক্ষীদের 'ব্লু হেলমেটস' অভিহিত করে বলেন, বাংলাদেশি সৈনিকদের দায়িত্ব ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসার দাবিদার। ঝুঁকিপূর্ণ মুহূর্তে বাংলাদেশি সৈনিকেরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। আইভরি কোস্টে এখন আড়াই হাজার শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশি পুলিশ এবং সেনা সদস্য সংখ্যা প্রায় এক হাজার ৭০০। বাংলাদেশের সৈনিকেরা তাদের অর্জিত সুনাম অক্ষুণ্ন রেখে শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর