বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

গ্রামবাসীর \'স্বপ্নের সেতু\'

গ্রামবাসীর \'স্বপ্নের সেতু\'
নিজ উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করল টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামবাসী। এতে ৪০ বছরের অপেক্ষার অবসান হলো। পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্নের। তাই এ ব্রিজের নাম রাখা হয়েছে 'স্বপ্নের সেতু'। গতকাল দুপুরে সেতুর উদ্বোধন করেন করটিয়া ইউপি চেয়ারম্যান মোরশেদ আলী খান টিপু পন্নী। এ সময় উপস্থিত ছিলেন টিপু পন্নীর স্ত্রী সোনিয়া পন্নী, ইউপি সদস্য আফজাল হোসেন, ফজলুল হক ও লায়লা বেগম। করটিয়া ইউপি সদস্য মো. ফজলুল হক জানান, দীর্ঘ ৪০ বছর ধরে খালের ওপর একটি ব্রিজের দাবি জানিয়ে আসছিল গ্রামবাসী। এতে কোনো কাজ না হওয়ায় গ্রামবাসীই ব্রিজটি নির্মাণে উদ্যোগ নেয়। এ কাজে করটিয়া ইউনিয়ন পরিষদ থেকে তিন লাখ টাকা প্রদান করা হয়। বাকি টাকা সংগ্রহ করা হয় গ্রামবাসীর কাছ থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর