বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

নাসাকার গুলিতে নিহত ফারুকের লাশ মিলল ছয় দিন পর

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (নাসাকা) গুলিতে নিহত বাংলাদেশি জেলে ফারুকের লাশ পাওয়া গেছে। ঘটনার ছয় দিন পর গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদীর জইল্যার দ্বীপে জেলেরা তার লাশ শনাক্ত করেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে নিয়ে যান। টেকনাফ হ্নীলা গুদামপাড়ার মো. ফারুক ও তার চাচাত ভাই ইসমাইল ৯ জানুয়ারি বিকালে নাফ নদীর ক্যাংব্রাং এলাকায় কাঁকড়া ধরতে যান। এ সময় নাসাকা সদস্যরা নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ফারুক গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। এ ঘটনায় বিজিবি ও নাসাকার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে নাসাকা গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে। টেকনাফে ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান বলেন, 'ফারুকের লাশ বাংলাদেশের সীমানায় পাওয়া গেছে। তারপরও এ ব্যাপারে নাসাকার সঙ্গে আলোচনা করা হবে।'

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর