বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার

রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ তীরে আগামী শুক্রবার বাদ ফজর শুরু হবে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলন, ৪৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, প্রথম পর্বের মুসলি্লরা দ্বিতীয় পর্বে অংশ নিতে এখনো ইজতেমা প্যান্ডেলের নিচে অবস্থান করছেন। তবে বিদেশি মুসলি্লদের একটি অংশ প্রথম পর্ব শেষে দেশে ফিরে গেছেন। আর বাকিরা জামাতবদ্ধ হয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দাওয়াতি কাজে নেমেছেন। গাজীপুর জেলা পুলিশ সুপার আবদুল বাতেন জানান, ইজতেমা ময়দান ও আশপাশ এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। জেলা সিভিল সার্জন জানান, ইজতেমায় আগত মুসলি্লদের চিকিৎসাসেবা দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইজতেমা ময়দানের জিম্মাদার গিয়াস উদ্দিন জানান, প্রথম পর্বের নিয়মানুযায়ী দ্বিতীয় পর্বেও জেলাওয়ারি মুসলি্লরা ৩৮টি খিত্তায় অবস্থান নেবেন। এ পর্বে নারায়ণগঞ্জ, ঢাকা, কঙ্বাজার, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, পিরোজপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, বরিশাল, ঝিনাইদহ, মেহেরপুর, কুমিল্লা, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নোয়াখালী, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, নওগাঁ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, মাগুরা, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার মুসলি্লরা অংশ নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর