বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

দূরপাল্লার বাস ভাড়া নির্ধারণ রবিবার

আগামী রবিবার দূরপাল্লার বাসের ভাড়া নির্ধারণ হবে। গতকাল বিকালে যোগাযোগ মন্ত্রণালয়ে মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ব্যয় নির্ধারণ কমিটি ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৫৮ পয়সা করার সুপারিশ করেছে। জানা যায়, গত ৩ জানুয়ারি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাসের ভাড়া নির্ধারণে যোগাযোগ মন্ত্রণালয় বিআরটিএ চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খানকে সভাপতি ও পরিবহন মালিক, শ্রমিকসহ ১২ সদস্যের একটি কমিটি গঠন করে। সভায় ব্যয় নির্ধারণ কমিটি গতকাল তাদের সুপারিশ তুলে ধরেন। ডিজেলের দাম বৃদ্ধিসহ আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় নিয়ে কমিটি প্রতি কিলোমিটারে আগের চেয়ে ২৩ পয়সা বাড়িয়ে ভাড়া বাড়ানোর সুপারিশ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর