বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

নারী ও শিশু নির্যাতন মামলার প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় করা মামলার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। এরই মধ্যে মামলা দায়ের, অভিযোগপত্র দাখিল ও নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির হার উল্লেখ করে আগামী ছয় সপ্তাহের মধ্যে সরকারকে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ আদেশ দেন। এ ছাড়া উত্ত্যক্ত ও হয়রানি, পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইলসহ যৌন অপরাধ থেকে নারী-শিশুদের নিরাপত্তায় বিদ্যমান আইন এবং আইনি কাঠামোর বাস্তবায়ন পর্যালোচনায় সমন্বিত সমীক্ষা পরিচালনার নির্দেশ কেন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর