বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
সাভারে কলেজছাত্রীকে গণধর্ষণ

প্রধান আসামি রাজু গ্রেফতার পাঁচ দিনের রিমান্ডে

সাভারের কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি জাহিদুল ইসলাম রাজুকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের একটি দল বরগুনার খালার বাসা থেকে রাজুকে গ্রেফতার করে। পুলিশ দাবি করেছে, গ্রেফতারের পর রাজু কলেজছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য ভিডিও করার কথা স্বীকার করেছে। রাজুকে নিয়ে ওই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ধর্ষণের শিকার কলেজছাত্রীর বান্ধবী লিজা ওরফে সূচিও রয়েছে। রাজু, লিজাসহ সবাইকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গতকাল বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান। তিনি জানান, ভিকটিম সাভারের এক কলেজপড়ুয়া ছাত্রী। তার সঙ্গে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রাজুর মোবাইল ফোনে সম্পর্ক হয়। এরই সূত্র ধরে রাজু ওই কলেজছাত্রীকে ২৫ নভেম্বর সাভারের ব্যাংক কলোনির একটি মেসে নিয়ে যায়। এ সময় কলেজছাত্রীকে রাজু ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ এবং তার ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। পরে রাজু ওই ভিডিওচিত্রটি তার বন্ধু দানেশকে দেয়। এরপর দানেশ কলেজছাত্রীর মায়ের কাছে ভিডিওচিত্রের একটি কপি দিয়ে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে ভিডিওটি বাজারে ছাড়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ছাত্রীটির মা গত ৩ জানুয়ারি সাভার থানায় মামলা করলে পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর থেকে আসাদুজ্জামান দানেশ (৩৫), ভিকটিমের বান্ধবী লিজা (১৮), রায়হান (২২), মহিদুর রহমান (২০) এবং ওয়াসিমকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। এসব আসামির রিমান্ডের তথ্যানুযায়ী গত রবিবার রাজুকে বরগুনায় তার খালু রিপনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর