বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

নিউইয়র্কে দুই বাংলাদেশির জেল

প্রতারণা, জালিয়াতির দায়ে নিউইয়র্কের দুই বাংলাদেশির কারাদণ্ড ও জরিমানা হয়েছে। এদের মধ্যে ইজাজ কবির চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৮ বছর ৫ মাসের জেল। একই সঙ্গে তার প্রায় ৭০ কোটি টাকা জরিমানা হয়েছে। অপর জনের নাম মাজহারুল করিম মামুন। তার আড়াই বছরের জেল হয়েছে। ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি এই ইজাজ কবির চৌধুরীসহ মোট ১৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গতকাল ম্যানহাটানে অবস্থিত সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তাদের বিরুদ্ধে উপরোক্ত রায় দেন। এ নিয়ে গত কয়েক সপ্তাহে ৬ বাংলাদেশি প্রতারকের বিভিন্ন মেয়াদে সাজা হলো। ইজাজ কবিরের বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। তিনি যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে ক্রেডিটকার্ড, রিয়েল এস্টেট এবং ব্যাংক জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ বিত্তের মালিক হওয়ার পর অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ স্বীকার করায় নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে তার ১০টি বাড়ি সরকারের কাছে সোপর্দ করা হয়েছে। নিউইয়র্ক থেকে এনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর