বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
আজ চট্টগ্রাম-১২ উপনির্বাচন

প্রশাসনের সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ

চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনের উপনির্বাচন আজ। সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক। সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য ১২৫টি পাস ইস্যু করেছে নির্বাচন কমিশন, যার অধিকাংশই আওয়ামী লীগ, ছাত্রলীগ, ব্যবসায়ী ও নামসর্বস্ব পত্রিকার নামে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে উজ্জ্বল ভৌমিক সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রশাসন কাজ করছে বলে অভিযোগ করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাইফুজ্জামান জাবেদ চৌধুরী ও তার লোকজনের হুমকি-ধমকির কারণে প্রচারণায় যেতে পারিনি। তিনি আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন অ্যাকশন নেয়নি। তবে সুষ্ঠু নির্বাচন হলে আমি ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হব। উজ্জ্বল ভৌমিকের যুগ্ম নির্বাচন সমন্বয়ক, চট্টগ্রাম নগর গণফোরামের সাংগঠনিক সম্পাদক ধ্রুব দায়ইয়ান অভিযোগ করেছেন, প্রশাসন সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, উজ্জ্বল ভৌমিক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে। আনোয়ারা উপনির্বাচনের রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান বলেন, গণফোরাম প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। তবে তিনি বলেন, এখানে আওয়ামী লীগ দেখে সাংবাদিক পাস দেওয়া হয়নি। পত্রিকার পরিচয়েই নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৪ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি দক্ষিণ জেলার সহ-সভাপতি জালাল উদ্দিন আহমদ। বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন আদালত। নির্বাচন কমিশন এর বিরুদ্ধে আপিল করলে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। ফলে জালাল উদ্দিন নির্বাচনে অংশ নিতে পারেননি। পরিসংখ্যান মতে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনে আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বাবু (নৌকা) এক লাখ ১০ হাজার ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ) পেয়েছিলেন ৮৭ হাজার ৫০৬ ভোট। ওই নির্বাচনে ভোটারের উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে নৌকা ৫৪ দশমিক তিন এবং ধানের শীষে ৪২ দশমিক ৮৭ শতাংশ ভোট পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর