বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

আট দফা প্রস্তাবনা কোয়াবের

নতুন বছরে দেশের সব ক্যাবল টিভির মাসিক পরিষেবা ফি পুনঃনির্ধারণ, ডিটিএইচ লাইসেন্স প্রদান বন্ধ রাখাসহ আটটি প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরেছে বাংলাদেশ ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এ প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। এ সময় সংগঠনের সাবেক মহাপরিচালক নিজাম উদ্দিন মাসুদ, সহ-সভাপতি দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক এ বি এম সোহেল, সহ-সাধারণ সম্পাদক বরাতুল করিম সাদী উপস্থিত ছিলেন। এস এম আনোয়ার বলেন, কোয়াবের স্থগিত নির্বাচন সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ গ্রহণ করতে হবে। ক্যাবল টিভিকে শিল্পখাত হিসেবে ঘোষণা দিতে হবে। বিটিআরসি এবং বিপিডিসিকে উদ্যোগ নিয়ে এনটিটিএন নেটওয়ার্কগুলোর সেবার মান ও মাসিক ভাড়ার সমন্বয় সাধন করতে হবে। কোয়াবের নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ ক্যাবল টিভি লাইসেন্স অথরিটি দেশের কোথাও কোনো নতুন ক্যাবল অপারেটর ও ফিড অপারেটর লাইসেন্স প্রদান বন্ধ করতে পারবে না। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, র্যাব, পুলিশ এবং কোয়াবের প্রতিনিধি সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে দ্রুত পার্শ্ববর্তী দেশ থেকে আনা অবৈধ ডিটিএইচ বঙ্ জব্দ করার উদ্যোগ নিতে হবে। লিখিত বক্তব্যে বলা হয়, বিদ্যুতের মাধ্যমে গ্রাহকদের ২৪ ঘণ্টা সেবা দিতে হয়। কয়েক বছরে বিদ্যুতের দাম বৃদ্ধি পেলেও পরিষেবা ফি নতুন করে নির্ধারণ করা হয়নি। বিভাগীয় শহরে ৪০০, জেলা শহরে ৩৫০, উপজেলায় ৩০০ এবং গ্রামে ২৫০ টাকা নির্ধারণ করতে হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োজিত প্রশাসকদের টালবাহানার কারণে গত তিন বছরে নির্বাচন করা সম্ভব হয়নি। অচিরেই সব সমস্যর সমাধান করে নির্বাচন না দিলে খাতটিকে টিকিয়ে রাখা সম্ভব হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর