বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

১৯৭১ সালে যশোর কালেক্টরেট ভবনে পাকিস্তানি পতাকা নামিয়ে প্রথম বাংলাদেশি পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি যশোরের মুজিব বাহিনী (বিএলএফ) ঝিকরগাছা থানা কমান্ডার ও পরবর্তীতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই স্মৃতি রক্ষা কমিটি ও পরিবারের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও এতিমখানা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই স্মৃতি রক্ষা কমিটি ও মরহুমের পরিবার তার আত্দার শান্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছে। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর