শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

ইরানে শুল্কমুক্ত প্রবেশ চায় এফবিসিসিআই

ইরানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। পাশাপাশি উভয় দেশের বাণিজ্য সহজ করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও ইরানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। গতকাল ঢাকায় সফররত ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্যমন্ত্রী মাহদি গজানফরির সম্মানে বাংলাদেশ শিল্প ও বণিক ফেডারেশনের (এফবিসিসিআই) এক ভোজ সভায় এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আমেনিয়ান তোশী, এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, পরিচালক এ কে এম শাহেদ রেজা প্রমুখ। মাহদি গজানফরি বলেন, ইরানে শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের নিয়মিত সফর ও বিমান যোগাযোগ চালুর বিষয়েও জোর দেন তিনি।

সর্বশেষ খবর