বুধবার, ২৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

জহিরউদ্দিন স্বপনের আগাম জামিন

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই মাসের আগাম জামিন পেয়েছেন বরিশাল-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা এম জহিরউদ্দিন স্বপন। তার বিরুদ্ধে ২০০১ সালে জাতীয় নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ আনা হয়। গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জহিরউদ্দিন স্বপন জানান, ২০০১ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গত রবিবার রাতে গৌরনদী উপজেলা কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে গৌরনদী থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় স্বপনসহ বিএনপির অজ্ঞাতনামা শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলার বাদী দেলোয়ার হোসেন জানান, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর জহিরউদ্দিন স্বপনের নির্দেশে চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলনের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে কুড়িরচর গ্রামে তার বাড়িতে হামলা চালিয়ে একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন। তারা ঘরবাড়ি ভাঙচুর এবং নগদ ৫০ হাজার টাকা লুট করেন। হামলাকারীরা তাকে না পেয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর