সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা
কোটি টাকা আত্মসাৎ

ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের বৈঠকে গতকাল এর অনুমোদন দেওয়া হয় বলে জানান উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য। ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে এ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থপনা পরিচালক (ডিএমডি) ইমামুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, এভিপি মো. ফজলুর রহমান, ইও মো. তারিকুল আলম, এসইভিপি মাহমুদ হোসেন ও ইভিপি কামরুল ইসলাম।

দীর্ঘ অনুসন্ধান শেষে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর মতিঝিল থানায় মামলা করে দুদক। অভিযোগে বলা হয়েছে, আসামিরা অস্তিত্বহীন প্রতিষ্ঠান মেসার্স তানভীর এজেন্সির নামে ঋণ দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। ওরিয়েন্টাল ব্যাংকের অনিয়ম-দুর্নীতি নিয়ে এ পর্যন্ত ৪৮টি মামলা দায়ের করেছে দুদক।

 

 

সর্বশেষ খবর