সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা
তাড়িয়ে দিলেন যুবলীগের আহ্বায়ক

নিউইয়র্কে জয়ের জন্মদিন পালন করতে পারলেন না নেতা-কর্মীরা

নিউইয়র্কে জয়ের জন্মদিন পালন করতে পারলেন না যুবলীগের নেতা-কর্মীরা। যুবলীগের প্রাথমিক সদস্যও ছিলেন না- এমন লোকজনের সমন্বয়ে কেন্দ্র থেকে গঠিত যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির কর্মকর্তারা মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের তোপের মুখে পড়ে নাজেহাল হলেন। পুলিশি হস্তক্ষেপে তারা রক্ষা পেলেও কর্মীদের মধ্যে সৃষ্ট ক্ষোভের প্রশমন ঘটেনি। ২৭ জুলাই সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটতে আসা যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীদের পুলিশ দিয়ে বের করে দিয়েছে নবগঠিত আহ্বায়ক। এরপর বিএনপি-জামায়াত-শিবিরের লোকজন নিয়ে ইফতার পার্টি করা হয় বলে বিক্ষোভরত যুক্তরাষ্ট্র যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মিসবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক ফরিদ আলম অভিযোগ করেন। কার্যকরী কমিটির মেয়াদ আরও দেড় বছর থাকা সত্ত্বেও কেন্দ্র থেকে নয়া আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদানের পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহের বিরোধের জের হিসেবে নিউইয়র্কে যুবলীগের মাঠপর্যায়ের শতাধিক নেতা-কর্মীর তুমুল ক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্র অনুমোদিত কমিটির আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরীসহ কয়েকজন। পুলিশি হস্তক্ষেপে তিনি রক্ষা পেলেও তার ডাকা ইফতার পার্টিতে যুবলীগের পরিচিত নেতা-কর্মীদের দেখা যায়নি। খবর এনার।
 

সর্বশেষ খবর