সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

রাজপথে থাকার ঘোষণা মুরসি সমর্থকদের

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকরা কায়রোয় তাদের অবস্থান কর্মসূচি থেকে হটিয়ে দেওয়ার সরকারি হুমকি প্রত্যাখ্যান করেছেন। শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মুরসি সমর্থক নিহত হওয়া সত্ত্বেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
মুরসিপন্থি মুসলিম ব্রাদারহুডের বক্তারা শনিবার রাতে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, তারা তাদের দাবি থেকে একচুলও সরবেন না। তারা প্রেসিডেন্ট হিসেবে মুরসির পুনর্বহাল চান। গত ৩ জুলাই বিরোধীদের আন্দোলনের মুখে দেশটির সেনাবাহিনীর হস্তক্ষেপে মুরসি ক্ষমতাচ্যুত হন। মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শীঘ্রই মুরসি সমর্থকদের হটিয়ে দেওয়া হবে। এদিকে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কায়রোয় শনিবারের সংঘর্ষে কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। এর এক দিন আগে দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ায় সংঘর্ষে আরও নয়জন নিহত হন। সব মিলিয়ে গত দুই দিনে সহিংসতায় ৮১ জন নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রক্তপাতের ঘটনায় 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শান্তিপূর্ণ সমাবেশ ও বাকস্বাধীনতার অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দেশটির কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র আহমদ আরেফ বলেন, কেবল কায়রোর রাবা আল-আদাবিয়া মসজিদের সামনেই ৬৬ জন নিহত হয়েছেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সমর্থকরা তার পুনর্বহালের দাবিতে এ মসজিদেই ঘাঁটি গেড়ে আন্দোলন করছেন। এএফপি।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর