সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ডিসিসি নির্বাচন চেয়ে রিটের আদেশ আজ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে দায়ের করা দুটি রিট আবেদনের ওপরে আজ আদেশ দেবেন হাইকোর্ট। গতকাল শুনানি শেষে আদেশ দানের দিন ধার্য করেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গতকাল সকালে সংশ্লিষ্ট শাখায় পৃথক দুটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা আহমেদ ও অ্যাডভোকেট আলমগীর হোসেন। রিট আবেদনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান এবং তফসিল ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়। রুল বিচারাধীন থাকা অবস্থায় এ বিষয়ে বিবাদীরা কী ব্যবস্থা নিয়েছেন তা দুই সপ্তাহের মধ্যে জানানোর আদেশ দেওয়ারও আবেদন জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর