শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে : তরিকুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। কারও মিছিল-মিটিং করার অধিকার নেই। এ সরকারের আমলে দেশে হত্যা, গুম, নির্যাতন বেড়েই চলেছে। সরকার বেছে বেছে বিএনপি নেতা-কর্মীদের গুম করে হত্যা করছে। সারা দেশে হত্যা-গুমের রাজনীতি চলছে উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীকে এ সরকারই গুম করেছে। আজো তিনি ফিরে আসেননি। এ ছাড়া বিএনপির ১৫৭ জন নেতা-কর্মীর খোঁজ মেলেনি। আওয়ামী লীগের নেতা-কর্মী হওয়ায় হত্যাসহ সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করেছে এবং ৫০ হাজার আসামিকে মুক্তি দিয়েছে এ সরকার। গতকাল সকালে ঝিনাইদহ শহরের প্রিয়া সিনেমা হল মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমানের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, ঝিনাইদহের সাবেক এমপি আবদুল ওহাব, শহিদুজ্জামান বেল্টু ও শহিদুল ইসলাম মাস্টার। এর আগে জেলা শহরে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

সর্বশেষ খবর