সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

শুক্রাবাদে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, অবরোধ গাড়ি ভাঙচুর

শুক্রাবাদে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, অবরোধ গাড়ি ভাঙচুর

রাজধানীর শুক্রাবাদ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শাহীন ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেট্রো শপিং মলের সামনে সড়ক অবরোধ করে অন্তত ৭-৮টি গাড়ি ভাঙচুর করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আফরুজুল হক টুটুল জানান, বিকাল সাড়ে ৩টার দিকে একটি মাইক্রোবাসের ধাক্কায় ওই ছাত্র আহত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাইক্রোবাসটি (ঢাকা নম্বর ১৩-৩৭৮৬) জব্দ করা সম্ভব হলেও এর চালককে আটক করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় ওই শিক্ষার্থীকে মাইক্রোবাসটি চাপা দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা মোহাম্মদপুর-মতিঝিল রোডে চলাচলকারী তিনিটি বাস ভাঙচুর করেন। বাসগুলো বিটিসিএল, রাজধানী এঙ্প্রেস এবং বিকল্প পরিবহনের বলে জানা গেছে। এ সময় তারা কয়েকটি প্রাইভেট কারেও ভাঙচুর চালান। রাত সোয়া ৮টার দিকে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সাবি্বর আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর