সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

প্রেসক্লাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা

প্রেসক্লাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা

প্রয়াত কিংবদন্তি সাংবাদিক ফয়েজ আহমদের পুণ্য স্মৃতির প্রতি উৎসর্গ করে জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। বইমেলায় প্রয়াত সাংবাদিক এবিএম মূসার স্মরণে স্মৃতি মঞ্চ ও শোকবই খোলা হয়। প্রেসক্লাবের হীরক জয়ন্তী উপলক্ষে গতকাল বিকালে ফুলের মালার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জ্ঞানের বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই। বইয়ের মাধ্যমে জ্ঞানের বিপ্লব সাধিত হয়েছে। ইংরেজরা বইকে অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী মনে করত বলে বইয়ের প্রতি তারা অনেক বেশি আগ্রহী ছিল। তিনি বলেন, যেদিন থেকে উপন্যাস পড়া শুরু হয় সেদিন থেকেই গ্রন্থাগারের সৃষ্টি হয় এবং উপন্যাস এবং ঔপনিবেশিকতা একসঙ্গে পথচলা শুরু করে। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রামমোহন যখন প্রেস ফ্রিডমের জন্য লড়াই করেছিল আপনারাও এখন একই দাবির জন্য লড়ছেন। বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিলেও পাঠাভ্যাসের দিক দিয়ে আমরা অন্যভাষার পাঠকদের কাছে বারবার হেরে যাই। আমাদের পাঠাভ্যাস তৈরি না করলে আমরা কখনোই সমৃদ্ধ হতে পারব না। বরেণ্য সাংবাদিক সদ্যপ্রয়াত এবিএম মূসা স্মরণে মেলা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে এবিএম মূসা স্মৃতি মঞ্চ। মেলা প্রাঙ্গণে এবিএম মূসা স্মরণে একটি শোকবইও খোলা হয়। উদ্বোধন পর্ব শেষে মেলা প্রাঙ্গণের শোকবইতে মন্তব্য লিখেন সিরাজুল ইসলাম চৌধুরী। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী রওনাক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী ও ফরিদা ইয়াসমিন, বইমেলা উপকমিটির আহ্বায়ক হাসান হাফিজ প্রমুখ।

উদ্বোধন পর্ব শেষে কবিতাপাঠের আসরে স্বরচিত কবিতা পাঠ করেন জাতীয় প্রেসক্লাবের সদস্য কবিরা।

সপ্তাহব্যাপী এ বইমেলার ৪৪টি স্টলে ২৫% কমিশনে বই বিক্রি করা হবে। ১৯ এপ্রিল শেষ হবে এ বইমেলা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর