সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হলেন অস্ত্রধারী ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর মগবাজারে এ ঘটনাটি ঘটে। মাসুদ পারভেজ রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি মালিবাগের আবুজর গিফারী কলেজে হিসাব বিজ্ঞানের ছাত্র। স্থানীয়রা জানায়, দুপুরে পূবালী ব্যাংকের সামনে এক ব্যক্তির পিছু নিয়েছিল মাসুদ। তা দেখে ওই ব্যক্তির সন্দেহ হলে তিনি আশপাশের মানুষের সহযোগিতায় মাসুদকে ধরে ফেলেন। গণপিটুনির পর মাসুদকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, মাসুদকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

রমনা থানার ওসি মশিউর রহমান জানান, দুপুরে এক ব্যবসায়ী মগবাজারের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে এলে মাসুদ পারভেজ অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাসুদ তাদের বলেছে, পিস্তলটি তার বন্ধু সৌরভের।  সৌরভ তার সঙ্গেই ছিলেন। মাসুদ ধরা পড়লে সৌরভ মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। মাসুদ সাংবাদিকদের বলেন, যার ব্যাগ ধরে তিনি টান দিয়েছিলেন, তার নাম বেলাল। গাড়ির যন্ত্রাংশের এই ব্যবসায়ী তার পূর্বপরিচিত। বেলালের দোকানে কিছুদিন কাজও করেছিলেন মাসুদ। বেলালের ওপর চড়াও হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বেলাল এবং তার ব্যবসায়িক অংশীদার আজাদ তাকে একটি মোটরসাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু মোটরসাইকেল দিতে তারা গড়িমসি করায় ক্ষিপ্ত হয়ে তাকে ধরতে যান বলে জানান মাসুদ।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর