সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

আবাসন নিশ্চিত করতে স্বল্প সুদে ঋণ চান ব্যবসায়ীরা

দেশে আবাসন খাতে চাহিদার তুলনায় মাত্র ৫০ শতাংশ আবাসন সরবরাহ করছেন ব্যবসায়ীরা। আগামী ২০ বছরে আবাসনের চাহিদা পূরণে আরও ৪০ লাখ বাড়ি নির্মাণ প্রয়োজন। ফলে আবাসনের চাহিদা ২৫ শতাংশের বেশি থাকবে। এ অবস্থায় আবাসন খাতে সহজ শর্তে স্বল্প সুদে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা। সম্ভাবনাময় আবাসন খাতের বিনিয়োগ আগামী দিনের নিরাপদ, ঝুঁকিমুক্ত ও স্থায়ী বিনিয়োগ হবে- এমনটাই মত দিয়েছেন তারা। রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ‘নিরাপদ এবং সম্ভাবনাময় বিনিয়োগ : বাংলাদেশের আবাসন খাত’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম হোসেন খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. এস কে সুর চৌধুরী ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিহ্যাবের সেমিনার ও ট্রেনিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শফিক রহমান। বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ‘আমাদের নগর ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। তাই আবাসনের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে আবাসন খাতের পণ্যের চাহিদা কখনোই কমার কোনো সম্ভাবনা নেই।’
মো. ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতিতে আবাসনে বিনিয়োগের যথেষ্ট পরিবেশ রয়েছে। এ সময় গ্রাহকদের বিনিয়োগ বাড়াতে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানান তিনি।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর