শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে জজ মিয়ার নাটক সাজানো হবে না

কামরুল ইসলাম

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে জজ মিয়ার নাটক সাজানো হবে না। দোষীদের বিচার অবশ্যই হবে। তিনি বলেন, একটি মহল এ ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে।

গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন খাদ্যমন্ত্রী। কামরুল ইসলাম বলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রধানমন্ত্রীর সংসদীয় গণতন্ত্রের ক্ষমতা কমানোর কথা বলছে। আসলে তারা বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলছে। তাদের প্রধান উদ্দেশ্য দেশকে বিভক্ত করা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় আমরা বসে নেই। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের শাস্তি দিতে সরকার কুণ্ঠাবোধ করবে না। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অভিনেতা এটিএম শামসুজ্জামান, পীয়ূষ বন্দ্যোপাধ্যায়, শাহে আলম মুরাদ, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।

 

সর্বশেষ খবর