রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা
জয়পুরহাটে আজ খালেদা জিয়ার জনসভা

বৃষ্টি উপেক্ষ করে পথে পথে নেতা-কর্মীদের শুভেচ্ছা

দুই দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিন আজ বিকালে জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারি নির্বাচনের পর ঢাকার বাইরে এটা তার তৃতীয় সফর। এর আগে তিনি রাজবাড়ী ও মুন্সীগঞ্জে জনসভা করেন। গতকাল বিকালে বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ১০টার দিকে তিনি বগুড়া পৌঁছেন। এখানে তিনি রাত্রীযাপন করেন। এদিকে গতকাল বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর উত্তরা, টঙ্গী, কালিয়াকৈর, টাঙ্গাইল, কালিহাতি, কড্ডার মোড়, সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড়, হাটিকুমড়ুল গোল চত্বর, বগুড়ার চান্দারকোন, শেরপুর, শাজাহানপুরসহ পথে পথে নেতা-কর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতে পৌঁছেন বগুড়া সার্কিট হাউসে। বগুড়া পৌঁছলে জেলা বিএনপির নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এদিকে আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, আজ বিকালে জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় সব প্রস্তুতি সম্পন্ন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে খালেদা জিয়া জনসভায় লাখো জনতার সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন প্রধান।

 

 

 

সর্বশেষ খবর