রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

প্রেসিডেন্ট জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন

মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের দেওয়া মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট আবদুল হামিদ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন, দেশের মানুষ আশা করেছিল তিনি (প্রেসিডেন্ট) জাতিসংঘ মহাসচিবের কাছে দেশের বর্তমান অবস্থা তুলে ধরবেন। কিন্তু তিনি তা করেননি। তিনি দেশের প্রকৃত অবস্থার কথা, মানুষের কথা না বলে শুধু আওয়ামী লীগের কথা বলেছেন। গতকাল দুপুরে রাজধানীর নয়া পল্টনে এক হোটেলে আয়োজিত বিএনপির রাজনৈতিক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ সভাপতিত্ব করেন।

সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট আবদুল হামিদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনি কোনো দলের নন, দেশের হয়ে নিরপেক্ষভাবে কাজ করুন। তিনি বলেন, দেশের মানুষ সবার অংশগ্রহণে দ্রুত একটি নির্বাচন চায়, বান কি মুনের কাছে প্রেসিডেন্ট এ কথা না বলায়, মানুষ তার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন।

সর্বশেষ খবর