শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

মানুষ পুড়িয়ে মারার কথা মনে পড়ে যায় : আমু

মানুষ পুড়িয়ে মারার কথা মনে পড়ে যায় : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপির আন্দোলনের কথা শুনলে জনগণ ভয় পায়। ৫ জানুয়ারি নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে মারার কথা মনে পড়ে যায়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে আমু বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি নেতাদের নাম বেরিয়ে আসায় তারা পাগলা হয়ে গেছেন। মুখে যা আসছে তাই বলছেন। রাজধানীর খামারবাড়িতে গতকাল ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, জেনারেল জিয়া অস্ত্রের মুখে বিচারপতি সায়েমকে অপসারণ করে নিজে রাষ্ট্রপতির পদ দখল করেন। বিএনপির জন্ম অবৈধ বলে তারা সবকিছুকে অবৈধ বলে। বর্তমান সরকারকেও অবৈধ বলছে। নির্বাচিত সরকার অবৈধ হতে পারে না।

 

সংগঠনের সভাপতি রবিউল ইসলাম সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

 

 

 

সর্বশেষ খবর