রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মহাকাশেও মালালা

সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরস্কারজয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের নামে এবার একটি গ্রহাণুর নামকরণ করা হয়েছে। মালালার নামে ৩১৬২০১ নামক এক গ্রহাণুর নাম দেওয়া হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী এমি মেনজার গ্রহাণুর এই নামকরণ করেন। মঙ্গল ও বুধ গ্রহের মাঝামাঝি একটি জায়গায় ৩১৬২০১ গ্রহাণুটির আবিষ্কার করেছেন নভোচারী মেনজার। গ্রহাণুটির নামকরণ করার ক্ষেত্রে তার অধিকার থাকায় তিনি নোবেলজয়ী মালালার নামেই এর নামকরণের সিদ্ধান্ত নেন। মালালার নামে গ্রহাণুটির নামকরণ করতে পেরে সম্মানিত বোধ করছেন বলেও জানিয়েছেন এই নভোচারী। উল্লেখ্য, ৩১৬২০১ গ্রহাণুটি প্রতি সাড়ে পাঁচ বছর অন্তর অন্তর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। দ্য ডন।

সর্বশেষ খবর