মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

পানামার জাহাজে চাকরি পাবেন বাংলাদেশের নাবিকরা

বিশ্বে সর্বোচ্চসংখ্যক জাহাজের রেজিস্ট্রেশন প্রদানকারী পানামার পতাকাবাহী জাহাজে এখন সুযোগ পাবেন বাংলাদেশের নাবিকরা। সম্প্রতি কোরিয়ার সিউলে পানামা কর্তৃপক্ষের সঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, নৌ অধিদফতরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূইয়া, পরিচালক ড. এস এম নাজমুল হক ও চট্টগ্রামে পানামার প্রতিনিধি মেসার্স হক অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল এইচ চৌধুরী কোরিয়ায় পানামার রাষ্ট্রদূত রুবেন এলয় আরোসেমেনার সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশের নাবিকদের পানামার পতাকাবাহী জাহাজে চাকরির সুযোগ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়। সূত্রমতে, পানামার পতাকাবাহী ১০ হাজার জাহাজে যদি একজন করেও নাবিক চাকরির সুযোগ পান, তাহলে বাংলাদেশ থেকে ১০ হাজার নাবিকের কর্মসংস্থান হবে।
এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। পাশাপাশি বাংলাদেশি জাহাজ মালিকরাও পানামায় তাদের জাহাজের দ্বৈত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

 

সর্বশেষ খবর