বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেন থেকে ফিরলেন আরও ১৩৭ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে ১৩৭ বাংলাদেশিকে নিয়ে গত রাতে ঢাকায় এসেছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। রাত ৯টার কিছু পরে বিমানের বিজি ১০১১ ফ্লাইটটি শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফিরে আসা বাংলাদেশিরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এর মাধ্যমে ৫০৮ বাংলাদেশি ইয়েমেন থেকে ফেরত এলেন। এ ছাড়া ২১ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। সে দেশে আর কোনো ফিরতে ইচ্ছুক বাংলাদেশি না থাকায় এর মাধ্যমেই শেষ হয়ে যাচ্ছে উদ্ধার অভিযান। দু-এক দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে ইয়েমেনের পাশের দেশ জিবুতিতে খোলা কন্ট্রোল রুম। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেন থেকে উদ্ধার অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট পরিচালন করা হলো। ইয়েমেনে ঠিক কতজন বাংলাদেশি আছেন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। কিন্তু কয়েক দিন ধরে ঘনিষ্ঠভাবে এ নিয়ে কাজ করে ধারণা পাওয়া যায়, সেখানে ৫০০ থেকে ৭০০ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে যারা ফিরতে চেয়েছেন তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। কয়েকজনের সেখানে ব্যবসা বা দোকানপাট আছে। তারা সেখানেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তবে এর পরও কোনো বাংলাদেশি সেখানে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগে প্রচার করা নম্বরে যোগাযোগ করামাত্রই ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

 

সর্বশেষ খবর