রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে অভিযোগ

দক্ষিণখানে চার সাবেক সেনা পরিবার জিম্মি

রাজধানীর দক্ষিণখানে সাবেক চার সেনা সদস্যের পরিবারকে জিম্মি করে তাদের সম্পত্তি লুটপাটের চেষ্টা করছে জনৈক শাহাবুদ্দিন। তিনি ভূমি দখলের জন্য প্রতারণা ও জুলুম-অত্যাচার করেই চলেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরিসহ ঢাকা জজকোর্টে মামলা করা হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাবেক সেনা সদস্য হাজী সাইদুর রহমান সরকার। তিনি লিখিত অভিযোগে বলেন, দক্ষিণখান কাজী বাড়ি রোডের ১০২৮ নম্বর দাগে ২২ শতাংশ জমি রয়েছে। ওই জমিটি ১৯৯১ সালে তিনিসহ সাবেক চার সেনা কর্মকর্তা ক্রয় করেন।

এর মধ্যে হাজী সাইদুর রহমান সরকার ১১ শতাংশ, সামসুল আলম ৭ শতাংশ, আফতাব হোসেন তালুকদার ২ শতাংশ এবং আবদুল মজিদ খান ২ শতাংশ ভূমির মালিক। সম্প্রতি শাহাবুদ্দিন দুই অংশীদারের কাছ থেকে ৪ শতাংশ জমি বায়না রেজিস্ট্রি করে চারজনের জমিই দখলের অপচেষ্টা করছেন। জমি থেকে মালিকদের উচ্ছেদ করারও চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় একাধিক জিডি করা হয়েছে। এমনকি ঢাকা জজকোর্টে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর