বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

শুল্ক ফাঁকির ৩৫ কোটি টাকার অবৈধ বন্ডেড পণ্য বাজারে

শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা দামি কাগজ ও প্লাস্টিকসহ প্রায় ৩৫ কোটি ৪১ লাখ টাকার অবৈধ বন্ডেড পণ্য বাজারজাত করেছে নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডের মেসার্স ফারদিন এঙ্সেরিজ লিমিটেড। দেশে প্রচলিত শুল্ক আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে বন্ড সুবিধার আওতায় বিনা শুল্কে আমদানি করা কাঁচামাল উৎপাদনের কাজে ব্যবহার না করে প্রতিষ্ঠানটি খোলা বাজারে বিক্রি করেছে। ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ১২ কোটি ৮ লাখ ৯৯ হাজার ১০০ টাকা। গভীর তদন্ত করে এ বিষয়টি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটির মহাপরিচালক এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। রংপুরের সংশ্লিষ্ট বন্ড কমিশনারকে কার্যকর আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, মেসার্স ফারদিন এঙ্সেরিজ লিমিটেড একটি নতুন বন্ড লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। রংপুরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে প্রতিষ্ঠানটি গত বছর ১৪ জুলাই একটি সাময়িক বন্ড লাইসেন্স পেয়েছে। এরপরই তাদের বিরুদ্ধে এ অনিয়ম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় বিনা শুল্কে আমদানিকৃত কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে তা খোলা বাজারে বিক্রি করে সরকারের প্রাপ্য রাজস্ব ক্ষতি করে আসছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গত বছর ২৬ অক্টোবর শুল্ক গোয়েন্দার যুগ্ম-পরিচালক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে আট সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পর দিন ২৭ অক্টোবর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের কারখানা এবং ওয়্যারহাউসে তদন্ত করা হয়।

এ তদন্তে প্রতিষ্ঠানটিতে পরিদর্শন করতে গিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাপক অনিয়ম এবং ১২ কোটি ৮ লাখ ৯৯ হাজার ১০০ টাকার শুল্ক ফাঁকি উদঘাটন করে শুল্ক গোয়েন্দা।

 

 

সর্বশেষ খবর