বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশের রাজনৈতিক সংকট

দীর্ঘমেয়াদি সমাধান চায় যুক্তরাষ্ট্র

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাংলাদেশের মানুষ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত রিচার্ড ই হগল্যান্ড। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। আর এ সমাধান দেশটির সব রাজনৈতিক দল মিলেই করতে হবে; যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে তার মত প্রকাশ ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইন্টারন্যাশনাল বিজনেস কাউন্সিলে ২ জুন ডেভেলপমেন্ট ইন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া শীর্ষক বক্তব্যে রিচার্ড ই হগল্যান্ড এসব কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে উন্নয়নশীল, আধুনিক ও অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হওয়ার সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ।
দুই দশক ধরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হার গড়ে ৬ শতাংশ। দারিদ্র্য বিমোচনের হারও বেশ ভালো। রিচার্ড ই হগল্যান্ড বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় একটি খাত হলো তৈরি পোশাক, যেখানে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছে। এসব শ্রমিকের ৯০ শতাংশই নারী। কিন্তু সেই শ্রমিকদের কাজের পরিবেশের আরও অনেক উন্নতি প্রয়োজন। কয়েকটি কারখানায় বড় ধরনের দুর্ঘটনার পর সরকার, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও সুধীসমাজের প্রতিনিধিদল মিলে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে সোচ্চার হতে দেখা গেছে। কিছু আন্তর্জাতিক পোশাক বিক্রেতা ব্র্যান্ড বা প্রতিষ্ঠানও কারখানাগুলোয় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে ভূমিকা পালন করছে। কিন্তু কারখানার শ্রমিকদের জীবনমানের উন্নতি ও নিরাপত্তার জন্য আরও অনেক কিছু করতে হবে, বিশেষ করে শ্রম অধিকার বিষয়টিতে বেশি গুরুত্ব দিতে হবে।
 

সর্বশেষ খবর