বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

ফের বাবরের অর্থ পাচারের অনুসন্ধানে দুদক

সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার অভিযোগ ফের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলমকে বাবরের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ পুনরায় অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে বাবরকে আদালতের মাধ্যমে তলব করা হতে পারে। জানা গেছে, আজ এ বিষয়ে আদালতের নির্দেশনা চাইবে দুদক। দুদক সূত্র জানায়, প্রাইম ব্যাংকের বনানী শাখায় লুৎফুজ্জামান বাবরের অ্যাকাউন্টে ১০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা জমা রয়েছে। সিঙ্গাপুর থেকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ওই পরিমাণ অর্থ জমা হয়। ৭ জুন কমিশন ওই অর্থ জমার কারণ ও উৎস জানতেই পুনঃঅনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সূত্র আরও জানায়, সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ২০০৭ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রথম অনুসন্ধান শুরু করে দুদক। ওই সময় সিঙ্গাপুরের এইচএসবিসি ব্যাংকের একটি শাখা থেকে বাবরের নিজস্ব অ্যাকাউন্টে দুই দফায় ১০ লাখ মার্কিন ডলার জমা হয়। দুদকের জিজ্ঞাসাবাদে বাবর এ অর্থের উৎস সম্পর্কে যথাযথ জবাব দিতে পারেননি। বর্তমানে আদালতের নির্দেশে ওই অ্যাকাউন্টটি জব্দ রয়েছে। দুদক অর্থ পাচার অপরাধকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে ওই অর্থের উৎস এবং অর্থ জমা করার প্রকৃত কারণ অনুসন্ধানে নামে। ২০০৮ সালের জানুয়ারিতে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৯১ হাজার ৮৯৬ টাকার তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

 

সর্বশেষ খবর