বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ ১২ জুলাই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের সম্পর্কে কটূক্তির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার বিষয়ে করা আবেদনের ওপর রবিবার আদেশের দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
শুনানিতে আবেদনের পক্ষে আইনজীবী খান মোহাম্মদ শামিম আজিজ এবং অন্যতম আবেদনকারী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল অংশ নেন। সোমবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন ট্রাইব্যুনালে এ আবেদন করেন। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেওয়ায় ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টার কারাদণ্ডসহ জরিমানা করেন ট্রাইব্যুনাল। ওই দিন বিচারকক্ষে তিনি এ সাজা ভোগ করেন। দণ্ডভোগের পর তিনি গণমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ খবর