বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

পবিত্র ওমরা পালনে খালেদা জিয়া সৌদি যাচ্ছেন আজ

সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র ওমরা পালনের উদ্দেশে আজ সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। ওমরা পালনের পাশাপাশি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন বেগম জিয়া। একই সময়ে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী-কন্যাসহ ওমরা পালন করতে সৌদি আরব যাবেন। মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর সহধর্মিণীরও আসার কথা রয়েছে। ১৪ জুলাই বেগম জিয়া দেশে ফিরবেন বলে জানা গেছে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেছেন, আজ সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন। মক্কায় ওমরা পালনের পাশাপাশি মদিনায় ইবাদত-বন্দেগি করে কাটাবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানায়, ঢাকা থেকে দুবাই হয়ে সরাসরি মক্কায় যাবেন খালেদা জিয়া। সেখান থেকে তারেক রহমানও সফরসঙ্গী হবেন খালেদা জিয়ার। মক্কায় গিয়ে সৌদি আরব সরকারের রাজকীয় অতিথি হিসেবে রয়েল প্যালেসে উঠবেন। জানা যায়, মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করার পাশাপাশি মসজিদে নববীতে নামাজ পড়বেন। সেখানে নফল ইবাদত-বন্দেগি করে মক্কায় যাবেন। মক্কায় পবিত্র লাইলাতুল কদরের নামাজ ও ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন। ১৪ জুলাই খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশে এবং তারেক রহমান যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ছাড়বেন বলে জানা গেছে। খালেদা জিয়ার সৌদি সফরে বিএনপির কোনো নেতা সফরসঙ্গী হিসেবে থাকছেন না। তবে ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের কয়েকজন সদস্য সফরসঙ্গী হবেন।

সর্বশেষ খবর