বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

গড় মূল্যস্ফীতি ৬.৪১ শতাংশ

সরকার গেল অর্থবছরের গড় মূল্যস্ফীতি বাজেটে ঘোষিত লক্ষ্যের মধ্যে বেঁধে রাখতে পারলেও রোজার শুরুতে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি আগের তুলনায় বেড়েছে। বিডিনিউজ
অর্থবছরের শেষ মাস জুনে পয়েন্ট-টু-পয়েন্ট (মাসওয়ারি) ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ, যা মে মাসে ৬ দশমিক ১৯ শতাংশ ছিল। এর মধ্যে রোজার শুরুতে জুন মাসে খাদ্য খাতের মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমকি ৩২ শতাংশ হয়েছে, যা মে মাসে ৬ দশমিক ২৩ শতাংশ ছিল। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৬ দশমিক ১৪ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ১৫ শতাংশ হয়েছে। সব মিলিয়ে গত অর্থবছরের ১২ মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪১ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে যা ৭ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছিল। এর আগে ২০১৩-১৪ র্অথবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করে। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির তথ্য তুলে ধরেন।
 

সর্বশেষ খবর