শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহার দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপ করা ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রমিশনের নেতা-কর্মীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি কামরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক জাবের হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন রাসেল প্রমুখ। বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ বেতনকে বৈধতা দিতেই সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। সরকারের উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন ও ভর্তি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া। কিন্তু উল্টো তারা ভ্যাট আরোপ করে শিক্ষা বেনিয়াদের লাভের পরিমাণ বৃদ্ধির ব্যবস্থা করছে। দেশে যথেষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ সৃষ্টি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা। আর সে ব্যর্থতা ঢাকতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট চাপানো হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে যেখানে প্রতি মাসে ১০০ থেকে ১৫০ টাকা বেতন দিতে হয়, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে প্রতি মাসে ১০ থেকে ২৫ হাজার টাকা দিতে হয়। এটি মধ্যবিত্ত পরিবারের জন্য কষ্টসাধ্য। সরকারের উচিত শিক্ষার্থীদের ওপর আরোপ করা এ ভ্যাট প্রত্যাহার করা।

সর্বশেষ খবর