শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

শিশু একাডেমির স্থান বহাল রাখার দাবি

শিশু একাডেমির বর্তমান স্থানটি ছেড়ে দেওয়ার জন্য সুপ্রিমকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিশু একাডেমির প্রশিক্ষণার্থীসহ অভিভাবকরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবি জানান তারা। এতে বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি রাজিয়া সুলতানা, রোকেয়া হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছেন শিশু একাডেমির বর্তমান স্থানটি ছেড়ে দেওয়ার জন্য। সুপ্রিমকোর্টের আদেশ শিশুদের এ সুন্দর বিচরণ ক্ষেত্র থেকে বঞ্চিত করবে। শিশু একাডেমির ৪ হাজার কোমলমতি শিশু ও অভিভাবক উৎকণ্ঠার মধ্যে রয়েছে। শিশু-কিশোরদের সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে সংস্কৃতিচর্চার সুযোগ অবারিত রাখার জন্য এ স্থানের বিকল্প নেই। কারণ, শিশুদের মনের বিকাশের আদলে তৈরি করা হয়েছে একাডেমির বিশাল অবকাঠামো। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শিশুদের প্রতি সংবেদনশীল। আমাদের বিশ্বাস শিশুদের মানসিক বিকাশের স্বার্থে বর্তমান প্রাঙ্গণ থেকে একাডেমি উৎখাত না করার প্রতি অবশ্যই দৃষ্টি দেবেন। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের বিষয়টি স্পর্শকাতর ও মানবিক বিবেচনায় শিশু একাডেমির বর্তমান স্থানটি শিশু একাডেমির অনুকূলে দান করার আদেশ দেবেন।
মানববন্ধনে শতাধিক শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ খবর