রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সৌদিতে গুলি করে পাঁচজনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের পূর্বাঞ্চলে মুসলিম শিয়া ধর্মাবলম্বীদের একটি মিলনায়তনে সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বিবিসি বলছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় ব্যক্তি। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শাইহাতে এই হামলার ঘটনা ঘটে। শিয়া সম্প্রদায়ের পবিত্র স্মরণানুষ্ঠান আশুরার মাস শুরু হওয়ার পরই  হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটল। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একজন সশস্ত্র ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এরপর পুলিশ ওই ব্যক্তিকে থামাতে গুলি করে হত্যা করে।

পরবর্তী সময়ে ইসলামিক স্টেট-বাহরাইন স্টে নামে একটি  গোষ্ঠী দাবি করেছে, তাদের একজন সৈনিক কাফের শিয়াদের মন্দিরে সশস্ত্র হামলা চালিয়েছে। ওই গোষ্ঠীটি হুঁশিয়ারি জানিয়েছে,মোহাম্মদের (সা.) ভূমিতে কাফেররা নিরাপদে থাকবে না। বিবিসি।

সর্বশেষ খবর