রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফের সিঙ্গাপুরে গেলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

উন্নত চিকিৎসা নিতে ফের সিঙ্গাপুরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামীকাল সিঙ্গাপুরে র‌্যাফেলস হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এর আগে মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২৬ জুলাই সিঙ্গাপুর যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে পৌনে দুই মাস চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফখরুলের ইন্টারনাল ক্যারোটিক আর্টারিতে (ভাসকুলার সার্জারি) ব্লক ধরা পড়েছে। সেখানে অস্ত্রোপচার করা কঠিন বলে ইতিমধ্যে নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি হাসপাতাল ও মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এ নিয়ে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও ইকোনো হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

এ ছাড়া মির্জা ফখরুলের গ্যাসট্রোলিভার সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। আশঙ্কাজনকহারে তার ১৪ কেজি ওজন কমে গেছে। হার্টেও তিনটি রিং পরানো হয়েছে। হৃদরোগ, আইবিএস, মেরুদণ্ডে ব্যথাসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর