রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শ্রমমান পরিস্থিতি দেখতে ঢাকায় আইএলও প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কারখানার কর্মপরিবেশের নিরাপত্তা ও শ্রমমান পরিস্থিতি দেখতে গতকাল চার দিনের সফরে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ডিরেক্ট কন্টাক্টস মিশন (ডিসিএম) নামে পরিচিত চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র আইনজীবী জজ ক্যারন মোনাঘেন। তার সঙ্গে আছেন আইএলও সদর দফতরের আইন কর্মকর্তা সিসকা ডুবার্ট, আন্তর্জাতিক শ্রমমান বিশেষজ্ঞ কোয়েন কমপিয়ার এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ আমিন আল রেইডাট। তারা ঢাকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, মালিক ও শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক এবং সরেজমিনে পরিদর্শন করবেন। এর মধ্যে তারা শ্রম মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়, কারখানা পরিদর্শক পরিদফতর, শ্রম আদালত, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি, অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

 সফর শেষে প্রতিনিধি দলটি জেনেভায় আইএলও সদর দফতরে প্রতিবেদন দেবে। আইএলও সনদ অনুসরণ করে শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশ কেমন করছে, তার উল্লেখ থাকবে ওই প্রতিবেদনে। ওই প্রতিবেদন নিয়ে আগামী বছর আইএলওর সম্মেলনে আলোচনা হবে।

সর্বশেষ খবর