রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পূজার নিরাপত্তায় বিজিবি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের মন্দিরগুলোতে থাকছে কঠোর নিরাপত্তা বলয়। মাঠে থাকছে র‌্যাব-পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। পূজাকে নির্বিঘœ ও স্বাচ্ছন্দ্যময় করতে সাদা পোশাকে থাকছে গোয়েন্দাদের একাধিক টিম। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) মাঠে থাকবে। তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাজধানী ঢাকাসহ সীমান্ত অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, পূজার সময় সারা দেশে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে।

 কোনো বেসামরিক প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজন মনে করলে বিজিবি সেখানে সহায়তা করবে। পূজার প্রতিমা বিসর্জনের দিন ও মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান মহররম একই দিনে। ফলে খুব সতর্কতার সঙ্গেই দুটি ধর্মের মানুষকে ধর্ম পালন করতে দিতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর