শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর কাছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে ফোন দিয়ে ত্রাস সৃষ্টি চেষ্টা চলছে। তারা সংশ্লিষ্টদের হুমকি দিয়ে চাঁদা দাবি করছে। অন্যথায় পরিবার-পরিজনসহ সবার মারাÍক ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে। এতে অনেকে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। অনেকে থানায় অভিযোগও পর্যন্ত করতে ভয় পাচ্ছেন। জানা গেছে, গত বুধবার বেলা সোয়া ১১টার দিকে সুব্রত বাইন পরিচয়ে এক ব্যক্তি একজন চাকরিজীবীর কাছে ০১৬২৫-২৯৩২৬৬ নম্বর মোবাইল থেকে ফোন করেন। ফোন করেই বলেন, আপনি হাসিব (ছদ্মনাম) বলছেন? হাসিব বলেন, হ্যাঁ বলছি। অপর প্রান্ত থেকে বলা হয়, আপনি সুব্রত বাইনকে চেনেন? হাসিবের জবাব, হ্যাঁ চিনি। সুব্রত বাইন পরিচয়ের অজ্ঞাত ব্যক্তি তার লোকজন নিয়ে হাসিবের বাসায় আসবেন বলে হুমকি দেন। পরে ওই মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে উত্তর আসছে ‘সম্মানিত গ্রাহক কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কলটি ট্রান্সফার করা হচ্ছে। এভাবে কয়েকবার বলার পর লাইন কেটে যাচ্ছে।’ গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রায়ই শীর্ষ সন্ত্রাসীদের পরিচয় দিয়ে একশ্রেণির প্রতারকরা মোবাইল ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে। এসব বিষয়ে পুলিশ অবগত আছে। অভিযোগ পেলেই ওইসব প্রতারককে ধরতে অভিযান চালানো হয়।

সর্বশেষ খবর