রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
যৌথবাহিনীর অভিযান

জামায়াত-বিএনপির ৭৭৮ জন গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

নাশকতা প্রতিরোধে র‌্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গতকাল দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবির ও বিএনপির ৭৭৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর বগুড়া : বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীসহ ৭৫ জন গ্রেফতার হয়েছেন। গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালনো হয়। এ সময় একটি পিস্তল, ১২টি ককটেল, গুলিসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। ফরিদপুর : ফরিদপুরে র‌্যাব-বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামি, জামায়াত-বিএনপির নেতা-কর্মীসহ ৭৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ সুপারের কার‌্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে। সাতক্ষীরা : সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৫৩ কর্মী আটক হয়েছেন। গতকাল ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এ অভিযান চলে। আটককৃতদের মধ্যে বিএনপির একজন ও জামায়াত-শিবিরের ৫২ কর্মী রয়েছেন। নোয়াখালী : নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ চাটখিল উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ ও সেনবাগ উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নিয়াজুর রহমানসহ বিএনপি ও জামায়াতের ৪৩ নেতা-কর্মীকে আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জ : জামায়াতের পৌর আমির ও শিবিরের সাবেক সভাপতিসহ জামায়াত-বিএনপির ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলায় বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে। সিলেট : সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বেলা ২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে জকিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল লতিফ ও জামায়াতের কর্মী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে তাদের আটক করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তিন কর্মীকে নগরীর মতিহার থানা পুলিশ গ্রেফতার করেছে। রাতে বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট : বাগেরহাট জেলাব্যাপী পুলিশের নাশকতাবিরোধী বিশেষ অভিযানে গতকাল সকাল পর্যন্ত কচুয়া থানা বিএনপি নেতা মঈন মোল্লাসহ ২৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২০ জন নাশকতাসহ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। চট্টগ্রাম : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৪৮১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুটি পিস্তল, দেড় হাজার ইয়াবা এবং বিপুল পরিমাণ চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়। জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

সর্বশেষ খবর